বাগধারা,Computer Knowledge,বাংলাদেশের সংবিধান,কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর মেধা যাচাই করুন

Thursday, May 17, 2018

বিশ্বের বিখ্যাত স্তানসমূহ ও সেতু

বিশ্বের বিখ্যাত স্তানসমূহ ও সেতু

মেধা যাচাই করুন

1.কারবালা’ বর্তমানে কোন দেশে অবস্থিত?
 ক. ইরাক
2.‘ক্রেমলিন’ কোথায় অবস্থিত?
 খ. মস্কো
3.ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?
 গ. তুরস্কে
4.বাংলাদেশ বিমানের প্রতীক-
 গ. বলাকা
5.বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
 গ. সৈয়দপুর
6.চাগাই, লুপনোর ও পোখরানের মধ্যে সাদৃশ্য কোথায়?
 ক. আণবিক অস্ত্র পরীক্ষার স্থান
7.এশিয়ার সর্বউত্তরের বিন্দু নিচের কোথায়?
 খ. চেলুসকিনের অগ্রভাগ
8.টেকনাফ থেকে সেন্টমার্টিন চলাচলকারী বিলাসবহুল জাহাজের নাম-
 ক. কেয়ারী সিন্দবাদ
9.হযরত মুহম্মদ (স) কোথা থেকে মেরাজ গমন করে?
 গ. জেরুজালেম
10.সম্প্রতি ঢাকার কোন সড়কের নাম পরিবর্তন করে ‘নাটক সরণি’ রাখা হয়েছে?
 গ. বেইলি রোড
11.‘তাহরির স্কোয়ার’ কোথায় অবস্থিত?
 ঘ. কায়রো
12.ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
 ঘ. হংকং
13.চিলাহাটি রেলওয়ে জংশনটি কোন জেলায় অবস্থিত?
 গ. নীলফামারী
14.জেকোবিন কি?
 খ. ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাব
15.বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশীলা অবস্থিত?
 গ. কাশ্মির
16.‘বান্দুৎ’ শহরটি কোন দেশে অবস্থিত?
 খ. ইন্দোনেশিয়া
17. বাংলাদেশের প্রথম ‘অল উইমেন্স ফ্লাইট –এর ক্যাপ্টেন কে?
 খ. শাহানা
18.ট্রাফালগার স্কোয়ার’ কোন শহরে অবস্থিত?
 ঘ. লন্ডন
19.বাবরি মসজিদ ভারতবর্ষের কোন শহরে অবস্থিত ছিল?
 গ. অযোধ্যা
20.যাত্রী পরিবহনে কত শতাংশ সড়ক পথে সম্পন্ন হয় (অঃ সমীকক্ষ) ২০১৩ তথ্য অনুযায়ী-
 ঘ. ৮৮ শতাংশ
21.দুই মহাদেশে অবস্থিত নগরী কোনটি?
 ক. ইস্তাম্বুল
22.বাংলাদেশের আন্তর্জাকিত বিমানবন্দর কয়টি?
 গ. ৩টি
23.বাংলার রেলপথ চালু হয়েছিল কোথঅ হতে কোথা পর্যন্ত?
 খ. হাওড়া-চুচুড়া
24.বার্সেলোনা নগরী কোথায় অবস্থিত?
 গ. স্পেনে
25.দীর্ঘতম রেলরুট কোনটি?
 খ. জয়দেবপুর-লালমনিরহাট
26.টাইগার হিল’ কোথায়?
 ঘ. কাশ্মীরে
27.কানকুন কোথায় অবস্থিত?
 ঘ. মেক্সিকো
28.সড়কপথে ঢাকা থেকে টেকনাফের দূরত্ব-
 খ. ৪৭৫ কিমি
29.২০১০ সালে বাংলাদেশ বিমান ঢাকা থেকে প্রথম হজ্ব ফ্লাইট কবে থেকে যাত্রা শুরু করে?
 খ. ৮-১০-১০
30.লন্ডনের ফ্লেট স্ট্রেট কিসের জন্য সমধিক পরিচিত?
 গ. ব্রিটেনের প্রধান খবরের কাগজের অফিসসমূহ সেখানে অবস্থিত বলে
31.ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরীর নাম-
 গ. উপক’ল এক্সপ্রেস
32.জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর চালু হয়-
 খ. ১৯৮০ সালে
33.ঢাকা থেকে সড়ক পথে পঞ্চগড় জেলার দূরত্ব কত?
 গ. ৪৪৪ মিমি
34.বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত-
 গ. টোকিওতে
35.ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়-
 খ. হোয়াইট হল
36. বাংলাদেশের এয়ারফোর্স ট্রেনিং সেন্টার কোথায়?
 গ. যশোর
37.গ্রেট হল’ কোথায় অবস্থিত?
 গ. চীন
38.কোন দেশে গণতন্ত্রের জন্ম হয়েছিল?
 গ. গ্রিস
39.ইস্তাম্বুল শহরটি কোন দুই মহাদেশ জুড়ে অবস্থিত?
 ঘ. এশিয়া ও ইউরোপ
40.এ উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ চালু করেন কে?
 ঘ. লর্ড ডালহৌসি
41.ফ্লাশিং মিডোস কোথায় অবস্থিত?
 খ. নিউইয়ক
42.নাগার্নো কারাবাখ’ হলো একটি-
 ক. ছিটমহল
43.হোয়াইট হাউজ যে শহরে অবস্থিত-
 খ. ওয়াশিংটনে
44.গুয়াস্তানামো বে বন্দিশালা কোথায় অবস্থিত?
 ক. কিউবা
45.আল আকসা মসজিদে কোথায় অবস্থিত?
 গ. জেরুজালেম
46.অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত?
 খ. ঢাকা
47.বাংলাদেশ বিমান সংস্থার নাম-
 ঘ. বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
48.বাংলাদেশের বিমানের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়-
 গ. ১৯৭২
49.পৃথিবীর সবচেয়ে প্রচীনতম শহর কোনটি?
 ক. জেরিকো
50.বাংলাদেশের রেলওয়েল সার্বিক সদর দফতর অবস্থিত-
 ঘ. ঢাকা
51.কোন জেলায় রেলপথ নেই?
 খ. মাদারীপুর
52.‘দারফুর’ কোথায় অবস্থিত?
 ঘ. সুদান
53.রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম-
 ক.  Budennovsk
54.আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
 ঘ. প্যারিসে
55.গ্রীনউইচ যে দেশে অবস্থিত তার নাম-
 ঘ. ইংল্যান্ড
56.রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত?
 ক. ৬২৭ কি.মি.
57.ফালুজা শহরটি কোন দেশে অবস্থিত?
 গ. ইরাক
58.বাংলাদেশের এই জেলায় সম্প্রতি এই প্রথম রেল সংযোগ হয়-
 খ. টাঙ্গাইল
59.বিখ্যাত’ বুশ হাউজ’ টি কোন শহরে অবস্থিত?
 ক. লন্ডন
60.Wailing Wall কোথায় অবস্থিত?
 ক. জেরুজালেম
61. East London কোথায় অবস্থিত?
 ঘ. দক্ষিণ আফ্রিকায়
62.চিলাহাটি রেলওয়ে জংশনটি কোন জেলায় অবস্থিত?
 গ. নীলফামারী

Friday, May 11, 2018

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর


কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর


Part-4


. প্রশ্ন: The word can be used as a verb-
উত্তর: Master
. প্রশ্ন: ‘He was a rather disagreeable man.’ Here the underlined word is a/an-
উত্তর: Adjective
. প্রশ্ন: The phrase “nouveau riche” means—
উত্তর: New rich
. প্রশ্ন: I am in the process of collecting material for my story. The underlined word is a/an
উত্তর: Noun
. প্রশ্ন: Depression is often hereditary. The underlined word is a/an
উত্তর: Adjective
. প্রশ্ন: The masculine gender of "mare" is-
উত্তর: Stallion
. প্রশ্ন: verb of “Number” is-
উত্তর: enumerate
. প্রশ্ন: Put appropriate preposition for the sentence below: Some writers sink __ oblivion in course of time.
উত্তর: into
. প্রশ্ন: One must follow ______ conscience.
উত্তর: one's
১০. প্রশ্ন: It was _____ who first noticed the difference.
উত্তর: I
১১. প্রশ্ন: ________ nannu is a good cricketer is known to all.
উত্তর: Therefore
১২. প্রশ্ন: The jaw structure of a snake permits it to eat and digest animals much larger than _______
উত্তর: itself
১৩. প্রশ্ন: ______ is an ancient source of energy.
উত্তর: Wind
১৪. প্রশ্ন: ______of country western singers may be related to old English ballads.
উত্তর: The music
১৫. প্রশ্ন: Nasreen, an interior decorator, designs ________
উত্তর: furniture
১৬. প্রশ্ন: The Police have collected ______ about the crime.
উত্তর: a lot of information
১৭. প্রশ্ন: I need _____soap to wash my dress
উত্তর: a piece of
১৮. প্রশ্ন: ________ at 212 degrees F and freezes at 32 degree F
উত্তর: water boils
১৯. প্রশ্ন: A Decent recieves less than twenty five ______ of rainfall every year
উত্তর: centimeters
২০. প্রশ্ন: What is the plural form of 'roof'?
উত্তর: roofs
২১. প্রশ্ন: The plural form of "information"----
উত্তর: information
২২. প্রশ্ন: I don't have ____ spare time these days
উত্তর: much
২৩. প্রশ্ন: The president said that the _______ situation was very serious.
উত্তর: economic
২৪. প্রশ্ন: The grapes _______ sour
উত্তর: taste
২৫. প্রশ্ন: "ly" is used with _______
উত্তর: adverb
২৬. প্রশ্ন: Are you looking forward ______ your friend again?
উত্তর: to see
২৭. প্রশ্ন: The Doctor operated ______ the patient.
উত্তর: with
২৮. প্রশ্ন: Examination act is an incentive _______ dligence.
উত্তর: to
২৯. প্রশ্ন: To check for acidity, one had better _____ litmus paper.
উত্তর: use
৩০. প্রশ্ন: 'Nationality' presents the---
উত্তর: noun form
৩১. প্রশ্ন: As soon as he became rich he east _____ his old friends
উত্তর: aside
৩২. প্রশ্ন: She said nothing _____ reply
উত্তর: in
৩৩. প্রশ্ন: She takes pride _____ her beauty
উত্তর: in
৩৪. প্রশ্ন: Put _______ the candle
উত্তর: out
৩৫. প্রশ্ন: He was convicted ______ theft
উত্তর: for
৩৬. প্রশ্ন: Ideal ______ College
উত্তর: Girl's
৩৭. প্রশ্ন: Paul burnt the ________ one by one
উত্তর: staffs
৩৮. প্রশ্ন: Give me ________ butter, please
উত্তর: little
৩৯. প্রশ্ন: When your body does not get ______, it can not make the glucose it needs,
উত্তর: enough food
৪০. প্রশ্ন: There were ________ reactions after the bills was passed
উত্তর: mixed
৪১. প্রশ্ন: Her grades have improved, but only________
উত্তর: very slightly
৪২. প্রশ্ন: He learned to need and write quite______ in his lite.
উত্তর: late
৪৩. প্রশ্ন: The works of picaso were quite ______ during various periods of his artistic life.
উত্তর: different
৪৪. প্রশ্ন: If Americans ate fewer foods with sugar and salt, their general health_______ better.
উত্তর: would be
৪৫. প্রশ্ন: If he has time, he ______ on next Friday.
উত্তর: will visit
৪৬. প্রশ্ন: Technically glass is a mineral and _________
উত্তর: so is water
৪৭. প্রশ্ন: He appears to ________ his best
উত্তর: have tired
৪৮. প্রশ্ন: I went to the shop, _______ newspaper.
উত্তর: for buying
৪৯. প্রশ্ন: নামবাচক পদকে বলা হয়-
উত্তর: Noun
৫০. প্রশ্ন: যে word দ্বারা পদার্থের নাম নির্দেশ করা হয় কিন্তু গণনা করা হয় না তাকে বলা হয়-
উত্তর: Material Noun
৫১. প্রশ্ন: Adjective এর আগে the বসালে Adjective কি বলে গণ্য হয়?
উত্তর: Plural Common Noun
৫২. প্রশ্ন: বস্তুকে সনাক্ত করতে সাহায্য করে -
উত্তর: Determiners
৫৩. প্রশ্ন: সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে, এসব determiners কে বলা হয় -
উত্তর: Quantifier
৫৪. প্রশ্ন: Much শব্দটি কোন Noun -এর পূর্বে বসে ?
উত্তর: Uncountable
৫৫. প্রশ্ন: Many শব্দটি কোন Noun -এর পূর্বে বসে ?
উত্তর: Countable
৫৬. প্রশ্ন: Few শব্দটি কোন Noun -এর পূর্বে বসে ?
উত্তর: Countable
৫৭. প্রশ্ন: Little কোন Noun -এর পূর্বে বসে ?
উত্তর: Uncountable
৫৮. প্রশ্ন: Uncountable noun -এর আগে বসে-
উত্তর: Less
৫৯. প্রশ্ন: Countable noun -এর আগে বসে-
উত্তর: Fewer
৬০. প্রশ্ন: Optics শব্দটি -
উত্তর: Singular
৬১. প্রশ্ন: Noun -এর পরিবর্তে যেসব শব্দ ব্যবহার হয় তাকে বলে-
উত্তর: Pronoun