বাগধারা,Computer Knowledge,বাংলাদেশের সংবিধান,কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর মেধা যাচাই করুন

Sunday, March 11, 2018

বাংলাদেশের সংবিধান

বাংলাদেশের সংবিধান

মেধা যাচাই করুন:


1.বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি ?  ক. ৪ টি

2.বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় ছিল-  গ. তত্ত্বাবধায়ক সরকার

3.বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কে জারি করেন ?  ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

4.বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী , শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায় ?  খ. ২৮

5.সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন ?  খ. ৬ (২)

6.বাংলাদেশের সংবিধানে ভাষা বিষয়ক অনুচ্ছেদটি নি¤œরুপ-  খ. প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা

7.বাংলাদেশের বিচারপতিদের সর্বোচ্চ বয়সসীমা কত?  ঘ. ৬৭ বছর

8.বাংলাদেশের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার দেয়া আছে ?  গ. তৃতীয় ভাগে

9.বাংলাদেশের সংবিধান কখন কার্যকর হয় ?  ক. ১৬ ডিসেম্বর ১৯৭২

10.‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’- সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে ?  ক. ২৭

11.বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের বিষয়াদি সংবিধানের কোন ভাগে সন্নিবেশিত আছে ?  ক. নবম ভাগে

12.বাংলাদেশের সংবিধানের ২১(২) ধারায় বলা হয়েছে “সকল সময়েÑচেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য” শূন্যস্থান পূরণ কর-  ক. জনগণের সেবা করিবার

13.রাষ্ট্রপতি কারো সাথে কোনো পরামর্শ ছাড়াই নিয়োগ দিতে পারেন-  খ. প্রধান বিচারপতি

14.সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে ?  গ. সুপ্রিম কোর্ট

15.বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কয়টি ?  ক. ১২ টি

16.বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য কতজন ছিলেন ?  গ. ৩৪ জন

17.সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের উপ- রাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয় ?  ঘ. দ্বাদশ

18.বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল ?  ঘ. ৯৩ হাজার যুদ্ধবুন্দিও বিচার অনুষ্ঠান

19.পঞ্চম সংশোধনী বিল পাস হয় কার শাসনামলে ?  খ. জিয়াউর রহমান
20.জরুরী অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয়-  খ. দ্বিতীয় সংশোধনীতে

21.বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারী কর্ম কমিশন গঠিত হয় ?  ক. ১৩৭

22.বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তওে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে ?  ঘ. ১৯(৩)

23.কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হবার যোগ্য হবেন না , যদি তিনি-  ঘ. ওপরের সবগুলো

24.বাংলাদেশের সংবিধানের চতুর্দশ সংশোধনীর বিষয়বস্তু কি ?  ঘ. মহিলাদের সংরক্ষিত আসন

25.বাংলাদেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে কবে পৃথক করা হয় ?  ক. ১ নভেম্বর ’০৭

26.বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ‘নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ’- এর কথা বলা হয়েছে ?  ক. অনুচ্ছেদ ২২

27.বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু কি ?  ক. সংসদীয় গণতন্ত্র

28.বাংলাদেশ মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন কে ?  খ. রাষ্ট্রপতি

29.বাংলাদেশের সুপ্রিম কোটের্র প্রথম নারী বিচারপতি কে ?  ঘ.নাজমুন আরা সুলতানা

30.‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ’- এ ঘোষণাটি বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখিত হয়েছে-  ক. ৭

31.বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি ?  ঘ. ৪ টি

32.তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে বাংলাদেশের সংবিধানের কত তম সংশোধনী মাধ্যমে ?  ঘ. ১৫ তম

33.শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার বাংলাদেশের সংবিধানের কত নং ধারায় বর্ণিত হয়েছে ?  খ. ১৭

34.‘অর্থ বিল’ সম্পর্কিত বিধানাবলী বাংলাদেশের সংবিধানের কোন আর্টিক্যালে উল্লেখ আছে ?  খ. ৮১ (১)

35.বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তওে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন’ বলা হয়েছে ?  ঘ. ২৮ (২) নং অনুচ্ছেদে

36.রাষ্ট্রপতি কোন ধারার বিধানমতে কারো সাথে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন ?  গ. ৪৮(৩) ধারা

37.বাংলাদেশের নির্বাচন পরিচালনার দায়িত্ব কার ওপর ?  গ. প্রধান নির্বাচন কমিশনার

38.বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ‘চলাফেরার স্বাধীনতা’ উল্লেখ আছে ?  ক. ৩৬ নং অনুচ্ছেদে

39.বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আইনের ব্যাখ্যা দেওয়া আছে ?  গ. ১৫২
40.‘বাঙালী জাতীয়তাবাদ’ -এর পরিবর্তে ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ কবে প্রবর্তিত হয় ?  ক. ১৯৭৯ সালে

41.কোনটি বাংলাদেশের সংবিধানের মূলনীতি নয় ?  গ. সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ^াস

42.বিচার বিভাগ পৃথকীকরণ মামলার রায় প্রদান করে কত সালে ?  খ. ১৯৯২ সালে

43.গণপ্রতিনিধিত্ব আদেশ অধ্যাদেশ ২০০৮ কবে জারি করা হয় ?  খ. ১৯ আগস্ট ২০০৮

44.বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে ?  ঘ. ১৫৩ টি

45.সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্টপতির বয়স হবে অন্যূন-  খ. ৩৫ বছর

46.বাংলাদেশের মেয়েদের বিবাহের নিম্মতম বয়স-  খ. ১৮ বছর

47.বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয় ?  গ. ১৯৭৪ সালে

48.বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর বিষয়বস্তু কি ?  গ. গণহত্যা ও যুদ্ধাপরাধ প্রসঙ্গ

49.বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে ‘চিন্তা ও বিবেকের স্বাধীনতা’ নিশ্চিত করা হয়েছে ?  গ. ৩৯ নং

50.রাষ্টপতির পদ শূন্য হলে কে রাষ্টপতির দায়িত্ব পালন করেন ?  খ. স্পীকার

No comments: