মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
মেধা যাচাই করুন:
1.স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীরবিক্রম’ উপাধি লাভ করে কত জন ? ঘ. ১৭৫ জন
2.স্বাধীনতা যুদ্ধে অবদানের জন মোট কত জনকে রাষ্ট্রীয় খেতাব দেওয়া হয়েছিল ? খ. ৬৭৬
3.১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের মূলে যে প্রেরণা ছিল তা কোনটি ? খ.বাঙালি জাতীয়তাবাদ
4.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণে কয় দফা দাবি পেশ করেন? খ. ৪ দফা
5.মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সাব-সেক্টরে ভাগ করা হয়েছে ? খ. ৬৪টি
6.বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়েছে ? ঘ. মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
7.বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘জেড ফোর্স’ ব্রিগেডের প্রধান কে ছিলেন ? গ.জিয়াউর রহমান
8.১৯৭১ সালের অস্থায়ী সরকারের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে কে ছিলেন? খ. এ এইচ এম কামারুজ্জামান
9.মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল ? খ. নম্বর সেক্টর ২
10.‘মুক্তিযুদ্ধের গৌরবগাথায় আছেন আমাদের সাতজনÑ’ শূন্যস্থানে কোন শব্দটি বসবে ? ক. বীরশ্রেষ্ঠ
11.বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি? ক.ভারত
12.১৯৭১ সালে প্রথম কোন কূটনীতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন ? ঘ. এম হোসেন আলী
13.মুক্তিযুদ্ধেও আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়? ঘ.রেসকোর্স ময়দানে
14.কোন আফ্রিকান দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে ? গ. সেনেগাল
15.১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে? গ.তৎকালীন রেসকোর্স ময়দানে
16.৩ নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন ? ক. মেজর এন এম নুরুজ্জামান
17.মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে? গ. ১১টি
18.ভারত বাংলাদেশকে কত তারিখে স্বীকৃতি দেয় ? ক. ৬ ডিসেম্বর ১৯৭১
19.কোন উপসাগরীয় দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে ? গ. কুয়েত
20.জাতীয় পতাকায় প্রথম দিকে লাল বৃত্তের মধ্যে কিসের প্রতীক ছিল ? ঘ.বাংলাদেশের মানচিত্র
21.কোন তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে গৃহীত হয়? ক. ১৭ জানুয়ারি ১৯৭২
22.কোন অ-আরব মুসলিম দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে ? খ. মালয়েশিয়া
23.বাংলাদেশের স¦াধীনতা ঘোষণাপত্র পাঠ করা হয়- ক.মুজিবনগর থেকে
24.মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান ‘শহীদ সাগর’ কোথায় অবস্থিত? ঘ.নাটোর
25.বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন সেক্টরটি কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল ? খ. ১০ নং সেক্টর
26.বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবি কি ছিল ? খ. ক্যাপ্টেন
27.বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত ডব্লিউ এস ওডারল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেন ? ক. হল্যান্ড
28.বর্তমান মুজিবনগরের পূর্বনাম কি? খ.ভবেরপাড়া
29.শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান একজন- খ. বীরশ্রেষ্ঠ
30.তৎকালীন মেজর জিয়াউর রহমান কোন বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স¦াধীনতা ঘোষণা করেন? ঘ.কালুরঘাট বেতার কেন্দ্র
31.বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল- গ.মেহেরপুরে
32.মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? ঘ.ক্যাপ্টেন মনসুর আলী
33.মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংঘটিত হয়? খ.গাজীপুরে
34.স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীরপ্রতীক’ উপাধি প্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা- খ. ডা. সিতারা বেগম
35.বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন ? ঘ. ভোলা
36.১৯৭১ সালের ২৫ মার্চ ছিল- ক.বৃহস্পতিবার
37.৭১-এর যুদ্ধাপরাধীদেও বিচারের জন্য কত সালে সোহরাওয়ার্দী উদ্যানে গণআন্দোলন অনুষ্ঠিত হয়েছিল? খ.১৯৯২ সালে
38.সিলেট ও মৌলভীবাজারের কিছু অংশ নিয়ে মুক্তিযুদ্ধে যে সেক্টরটি গঠিত হয়- খ. ৪ নং
39.স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব দেওয়া হয়েছিল কোন তারিখে ? গ. ১৫ ডিসেম্বর ১৯৭৩
40.বাংলাদেশকে দ্বিতীয় স্বীকৃতিদানকারী দেশ কোনটি? গ.ভূটান
41.‘অপারেশন সার্চ লাইট’ কোন সালের ঘটনা? খ. ১৯৭১
42.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ কোথায় ঐতিহাসিক ভাষণ দেন? খ.রেসকোর্স ময়দানে
43.স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য ‘বীরশ্রেষ্ঠ’ উপাধি লাভ করে কত জন ? খ.৭ জন
44.মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? খ. গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
45.বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কবে? গ. ১০ এপ্রিল ১৯৭১
46.স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের- ক. ২ মার্চ
47.বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেয় কত সালে? ক. ১৭ এপ্রিল ১৯৭১
48.স¦াধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপন করা হয়- ক.কালুরঘাট,চট্টগ্রাম
49.১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? খ. উ থান্ট
50.অপারেশন জ্যাকপটে নৌ-কমান্ডরদের আক্রমণের সাংকেতিক নির্দেশ দেয়া হত কিভাবে ? ঘ.স্বাধীনবাংলা বেতারের গানে
No comments:
Post a Comment