জাতীয় বিষয়াবলী
মেধা যাচাই করুন:
1.উৎসব অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় ? ক. প্রথম ৪ চরণ
2.‘আমার সোনার বাংলা’ রবীন্দ্রসঙ্গীতের প্রথম কত পঙক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত ? গ. ১০
3.জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রতিষ্ঠিত হয় কখন ? গ. ১৯৭৭ সালে
4.বাংলাদেশের মানচিত্র প্রথম কে অংকন করেন ? ক. জেমস্ রেনেল
5.বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি ? ক. আম
6.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন আছে ? ক. ৪ টি
7.বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে ? ক. বাংলার প্রকৃতির কথা
8.বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা- গ. নজরুল ইসলাম
9.বাংলাদেশের জাতীয় খেলা- গ. হাডুডু
10.বাংলাদেশের জাতীয় ফল কোনটি ? খ. কাঁঠাল
11.বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত কত ? খ. ১০ঃ৬
12.বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
13.বাংলাদেশের ‘জাতীয় সঙ্গীত’ বিশ^কবি রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেয়া হয়েছে ? ঘ. কোনটাই নয়
14.জাতীয় বৃক্ষমেলা শুরু হয়- ক. ১৯৯৪ সালে
15.বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজী অনুবাদক- খ. সৈয়দ আলী আহসান
16.বাংলাদেশের জাতীয় পাখি কোনটি ? ঘ. দোয়েল
17.বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল আছে কোন দেশের পতাকার ? গ. জাপান
18.২০০৭ সালের নভেম্বর মাসে বাংলাদেশে চালু হওয়া ‘অপারেশন নবযাত্রা’ কি ? গ. ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন কার্যক্রম
19.বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে ? খ. কামরুল হাসান
20.বাংলাদেশের জাতীয় কবির নাম ? ক. কাজী নজরুল ইসলাম
21.বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে ? ঘ. এ এন এ সাহা
22.বাংলাদেশের রণসঙ্গীতের সুরকার কে ? খ. কাজী নজরুল ইসলাম
23.বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত কত ? ক. ৫ঃ৩
24.বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন- গ. ১৯৭৬ সালের ২৯ আগস্ট
25.বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকার কে ? গ. খন্দকার নুরুল আলম
26.বাংলাদেশের জাতীয় পশু কোনটি ? ঘ. রয়েল বেঙ্গল টাইগার
27.বাংলাদেশের জাতীয় ফুল কোনটি ? খ. শাপলা
No comments:
Post a Comment