বাগধারা,Computer Knowledge,বাংলাদেশের সংবিধান,কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর মেধা যাচাই করুন

Sunday, March 11, 2018

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা-1

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা

মেধা যাচাই করুন:


51.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণে কয় দফা দাবি পেশ করেন?  খ. ৪ দফা

52.বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন ?  খ.জেনারেল আতাউল গণি ওসমানী

53.কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন?  গ.তৎকালীন ডাকসু ভিপি আ স ম আবদুর রব

54.মুজিবনগর কোন জেলায় অবস্থিত?  গ.মেহেরপুর

55.১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী কে?  খ.মুনীর চৌধরী

56.বর্তমান মুজিবনগরের পূর্বনাম কি?  খ.ভবেরপাড়া

57.বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল ?  ক. সিপাহী

58.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয় ?  খ.যশোর ও সিলেট

59.স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য সর্বপ্রথম ‘বীরপ্রতীক’ উপাধি প্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা-  খ. ডা. সিতারা বেগম

60.বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন ?  ঘ. ভোলা

61.কোন তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে গৃহীত হয়?  ক. ১৭ জানুয়ারি ১৯৭২

62.বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল-  গ.মেহেরপুরে

63.মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?  গ.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

64.১৯৭১ সালের ২৫ মার্চ ছিল-  ক.বৃহস্পতিবার

65.বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বিদেশী বীর প্রতীকের নাম-  ঘ. ডব্লিউ এস ওডারল্যান্ড

66.ভূটান বাংলাদেশকে কত তারিখে স্বীকৃতি দেয় ?  ক. ৭ ডিসেম্বর ১৯৭১

67.বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবি কি ছিল ?  খ. ক্যাপ্টেন

68.১৯৭১ সালের অস্থায়ী সরকারের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে কে ছিলেন?  খ. এ এইচ এম কামারুজ্জামান

69.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নং সেক্টরে ছিল ?  খ. ৮

70.১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি দম্ভোক্তি করে, যা ছিল ‘লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না’। দম্ভোক্তিকারী কে?  গ.জেনারেল ইয়াহিয়া খান
71.জেনারেল এম এ জি ওসমানীর বাড়ি কোন জেলায় ?  খ.সিলেট

72.মুক্তিযুদ্ধেও আতœসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়?  ঘ.রেসকোর্স ময়দানে

73.মীর শওকত আলী মুক্তিযুদ্ধের কত নম্বর সেক্টর কমান্ডার ছিলেন ?  ক. ৫

74.স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করা হয়-  খ.১৭ এপ্রিল ১৯৭১

75.কোন সমাজতান্ত্রিক দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে ?  খ. পোলান্ড

76.বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় ?  খ. চাঁপাইনবাবগঞ্জ

77.বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত ডব্লিউ এস ওডারল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেন ?  ক. হল্যান্ড

78.স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের-  ক. ২ মার্চ

79.৩ নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন ?  ক. মেজর এন এম নুরুজ্জামান

80.ভারত বাংলাদেশকে কত তারিখে স্বীকৃতি দেয় ?  ক. ৬ ডিসেম্বর ১৯৭১

81.মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে?  গ. ১১টি

82. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীরপ্রতীক’ উপাধি লাভ করে কত জন মহিলা ?  গ. ২ জন

83.বাংলাদেশকে দ্বিতীয় স্বীকৃতিদানকারী দেশ কোনটি?  গ.ভূটান

84.স্বাধীন বাংলাদেশকে কখন গণচীন স্বীকৃতিদান করে?  খ. ১৯৭৫ সালে

85.স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য ‘বীরপ্রতীক’ উপাধি লাভ করে কত জন ?  ঘ. ৪২৬ জন

86.‘অপারেশন সার্চ লাইট’ কোন সালের ঘটনা?  খ. ১৯৭১

87.মুক্তিযুদ্ধে রাজশাহী কোন সেক্টরের অন্তভুক্ত ছিল ?  ঘ. ৭

88.কোন আফ্রিকান দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে ?  গ. সেনেগাল

89.পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদ দার্শনিকের নাম-  ক. ড. জি সি দেব

90.কার সমাধি বৃহত্তর রাজশাহী জেলায় অবস্থিত ?  ক. বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর

91.গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অস্থায়ী সরকারের কে পাঠ করেন?  খ.অধ্যাপক ইউসুফ আলী

92.স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীরপ্রতীক’ উপাধি লাভ করা ২ জন মহিলা কে কে ?  খ. ডা. সিতারা বেগম ও তারামন বিবি
93.মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সাব-সেক্টরে ভাগ করা হয়েছে ?  খ. ৬৪টি

94.বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গরের নামে সড়ক আছে-  খ. রাজশাহীতে

95.মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?  ঘ.ক্যাপ্টেন মনসুর আলী

96.মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আতœসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?  খ. গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার

97.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ কোথায় ঐতিহাসিক ভাষণ দেন?  খ.রেসকোর্স ময়দানে

98.শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান একজন-  খ. বীরশ্রেষ্ঠ

99.বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমানেরর বাড়ি কোথায় ?  ক. ঢাকা

100.সবোর্চ্চ বীরত্বসূচক উপাধি কি ?  খ. বীরশ্রেষ্ঠ

1 comment:

Admin said...
This comment has been removed by the author.